
প্রকাশিত: Tue, Feb 20, 2024 1:46 PM আপডেট: Tue, Apr 29, 2025 6:45 PM
[১]সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছে [২]বিএনপির সঙ্গে তাদের কর্মীরাও নেই: ওবায়দুল কাদের
এম এম লিংকন: [৩] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, কিছু কিছু জিনিসের দাম বাড়ছে, কিছু কিছু জিনিসের দাম কমছে। কমে যাওয়ার প্রবণতাও আছে।
[৪] সাধারণ সম্পাদক বলেন, বিএনপি রাজনীতিতে মিথ্যাচার করছে। মিথ্যাচার দলটির চিরাচরিত ধারাবাহিকতা ।
[৫] তিনি বলেন, মিয়ানমারে যে অস্থিরতা বিরাজ করছে, তাতে সীমান্তে নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে। তবে, আমরাও প্রস্তুত আছি।
[৬] সোমবার আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
[৭] সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর আলোচনা হলেও রাশিয়ার সঙ্গেও সম্পর্ক অটুট থাকবে। এ বিষয়ে রাশিয়াও কোনও ধরনের আপত্তি জানায়নি।
[৮] সংসদের বিরোধী দল জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দল ও ভাঙনের পেছনে সরকারি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টি বিরোধী দল গঠন করেছে জাতীয় সংসদে। এর বাইরে জাতীয় পার্টির নামে কোনো একটা ভাগ সৃষ্টি করা, সেটা তাদের নিজেদের ব্যাপার। জাতীয় সংসদের কেউ এ প্রক্রিয়ার সঙ্গে নেই।
[৯] রাজধানীতে মেট্্েরা-রেলের সুফল তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কিন্তু যাত্রীরা এর ব্যবহার সঠিকভাবে করতে না পারায় মেট্্েরারেল চলাচলে কয়েকবার কয়েকবার ক্রটি হয়েছিল বলে দাবি করেন তিনি।
[১০] সংবাদ সম্মেলন শেষে তিনি ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে দলীয় কর্মসূচি ঘোষণা করেন।
[১১] এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, আনিসুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা হারুনুর রশিদ, সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্নাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সমর চক্রবর্তী
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
